• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কান্নায় ভেঙে পড়লেন সাবেক আনসার সদস্য, খাদ্য সহায়তা দিলেন ইউএনও 

     dweepojnews 
    04th Aug 2021 1:47 am  |  অনলাইন সংস্করণ

    কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক এক আনসার সদস্যকে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মঙ্গলবার বিকালে ইউএনও কার্যালয়ের নিচে তাকে এই সহায়তা দেওয়া হয়।

    বৃদ্ধ আনসার সদস্যর নাম খন্দকার রুস্তম আলী (৭৮)। তিনি কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

    রুস্তম আলী আনসার সদস্য হিসেবে চট্রগ্রামে চাকরিরত অবস্থায় স্ট্রোক করে পাহাড় থেকে পড়ে চাকরি হারান।

    ইউএনওকে তিনি বলেন, তার বাড়িতে খাবার নেই। পরিবারের ছয় সদস্য অনাহারে আছে।

    রুস্তম আলী জানান, স্ত্রী, নাতি-নাতনি, ছেলের বউদের নিয়ে তার ৬ সদস্যর সংসার। কোনো খাবার নেই। যে কারণে বাধ্য হয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসেছেন। এসব বলতে যেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

    উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল বলেন, বৃদ্ধ বাবার আহাজারি দেখে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১