• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টোকিও অলিম্পিক ভিলেজে ৬ মাত্রার ভূমিকম্প 

     dweepojnews 
    04th Aug 2021 7:40 am  |  অনলাইন সংস্করণ

    জাপানের ইবারাকি প্রিফেকচারে টোকিও অলিম্পিক ভিলেজ স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৫টায় ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।

    তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।

    গেমস ভিলেজে থাকা প্রতিযোগী ও সাংবাদিকরা জানান, প্রায় তিন মিনিট ধরে এ কম্পন অনুভব করেন তারা। খবর জাপান টাইমসের।

    সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে।

    টোকিও থেকে এক সাংবাদিক টুইট করেন, এখানে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।

    আরেকজন টুইট করে লেখেন— প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সরাসরি সংবাদ সম্প্রচার করছিলেন। তার মধ্যেই ভূমিকম্প হয়। এ সময় লাইভ শোতেই তিনি ভূমিকম্পের কথা জানান।

    জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও। গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম সেভাবেই তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্পে নষ্ট না হয়।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১