dweepojnews
04th Aug 2021 10:44 am | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু হবে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই অবস্থায় কোনোভাবেই ভর্তি পরীক্ষা আয়োজন করা যেত না। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিছু করতে চাই না। এছাড়া আমাদের শিক্ষকদের নিরাপত্তার বিষয়টিও রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি
ক ইউনিট ১ অক্টোবর
খ ইউনিট ২ অক্টোবর
গ ইউনিট ২২ অক্টোবর
ঘ ইউনিট ২৩ অক্টোবর
চ ইউনিট ৯ অক্টোবর অঙ্কন
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তিপরীক্ষা ২৯ অক্টোবর, আর্টস ও সোশাল সায়েন্স বিভাগের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর ও ৫ নভেম্বর ব্যবসায় বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Array