• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পদার্থবিজ্ঞান * বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা 

     dweepojnews 
    04th Aug 2021 10:42 am  |  অনলাইন সংস্করণ

    সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

    ভৌত রাশি ও পরিমাপ

    ১। সময়ের মাত্রা হলো-

    ক) I খ) θ গ) L √ঘ) T

    ২। একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং পিচ 1 mm. এটির লঘিষ্ঠ গণন কত?

    ক) 0.1 mm খ) 1 mm

    গ) 0.001 mm √ঘ) 0.01 mm

    ৩। ১ মিটারে কত সেন্টিমিটার?

    ক) 10 √খ) 100 গ) 1000 ঘ) 1

    ৪। মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা যায়?

    √ক) মিলিমিটার খ) মাইক্রোমিটার

    গ) ন্যানোমিটার ঘ) সেন্টিমিটার

    ৫। পিয়েরে ভার্নিয়ার পেশায় ছিলেন-

    ক) চিকিৎসক √খ) গণিতবিদ

    গ) পদার্থবিদ্যা ঘ) প্রাণিবিজ্ঞানী

    ৬। লঘিষ্ঠ গণনকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়-

    ক) M খ) D গ) L √ঘ) LC

    ৭। চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে-

    √ক) ত্রিমাত্রিক এক বিস্তৃতি

    খ) ত্রিমাত্রিক দুই বিস্তৃতি

    গ) দ্বিমাত্রিক এক বিস্তৃতি

    ঘ) দ্বিমাত্রিক দুই বিস্তৃতি

    ৮। ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সঙ্গে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ওই দাগই হবে-

    ক) ভার্নিয়ার ধ্রুবক খ) যান্ত্রিক ত্রুটি

    √গ) ভার্নিয়ার সমপাতন ঘ) ভার্নিয়ার ক্যালিপার্স

    ৯। তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?

    √ক) দুইটি খ) তিনটি

    গ) চারটি ঘ) একটি

    ১০। কোনটি মৌলিক রাশি?

    ক) বেগ খ) বল √গ) সময় ঘ) তাপ

    ১১। নিচের কোনটি মৌলিক রাশি নয়?

    ক) তাপমাত্রা √খ) দীপন তীব্রতা

    গ) দীপন ক্ষমতা ঘ) তড়িৎপ্রবাহ

    ১২। যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির ওপর নির্ভর করে না তাকে কী বলে?

    ক) সিংহ রাশি খ) মকর রাশি

    গ) লব্ধ রাশি √ঘ) মৌলিক রাশি

    ১৩। কোনটি মৌলিক রাশি?

    ক) দীপন তীব্রতা √খ) দীপন ক্ষমতা

    গ) শক্তি ঘ) তাপ

    ১৪। এককের সংকেত দেখা হয়-

    i) বড় হাতের হরফে ii) ছোট হাতের হরফে

    iii) ব্যক্তির নাম থেকে গৃহীত এককের প্রথম অক্ষর বড় হাতের হরফে

    নিচের কোনটি সঠিক?

    ক) i, ii খ) i, iii

    √গ) ii, iii ঘ) i, ii, iii

    ১৫। কোন স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এবং পিচ যদি ½ মি.মি. হয় তবে উক্ত যন্ত্রের লঘিষ্ঠ গণন কত হবে?

    √ক) 0.01 মি. মি. খ) 0.1 মি. মি.

    গ) 0.05 মি. মি. ঘ) 0.005 মি. মি.

    ১৬। পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে?

    ক) দুই √খ) তিন গ) চার ঘ) পাঁচ

    ১৭। তুলাযন্ত্র ব্যবহার করা হয়-

    i) পদার্থবিজ্ঞানে ii) জ্যোতির্বিজ্ঞানে iii) রসায়নে

    নিচের কোনটি সঠিক?

    ক) i, ii √খ) i, iii

    গ) ii, iii ঘ) i, ii, iii

    বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

    সহিদুল ইসলাম

    সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

    চূড়ান্ত বহুনির্বাচনি প্রস্তুতি

    [পূর্বে প্রকাশিত অংশের পর]

    উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও

    গ্রীষ্মের ছুটিতে রামিন নরসিংদী বেড়াতে যায়। সেখানে সে প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে বেশ কিছু জানতে পারে।

    ১৪. রামিন প্রত্নতাত্ত্বিক উপাদানের যেসব অলিখিত উপাদান সম্পর্কে জেনেছে তা হলো-

    i. শিলালিপি ii. তাম্রলিপি iii. মুদ্রালিপি

    নিচের কোনটি সঠিক?

    ক. i. খ i. ও ii.

    গ. ii. ও iii. √ঘ. i. ii. ও iii.

    ১৫. রামিন কোথায় গেলে আরও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা জানতে পারবে?

    i. ভৈরব ii. ময়নামতি iii. পাহাড়পুর।

    নিচের কোনটি সঠিক?

    ক. i. খ i. ও ii.

    √গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

    ১৬. নেপোলিয়ন বেনাপোর্টের মিসর জয়ের সময় আবিষ্কৃত পাথরটি পরিচিত ছিল-

    ক. বেস্ট স্টোন নামে খ. বিগ স্টোন নামে

    গ. রাউন্ড স্টোন নামে √ঘ. রসেটা স্টোন নামে

    ১৭. মিসরীয়রা ওসিরিসকে মনে করত-

    i. প্রাকৃতিক শক্তির দেবতা

    ii. শস্যের দেবতা iii. নীলনদের দেবতা

    নিচের কোনটি সঠিক?

    ক. i. খ i. ও ii.

    গ. ii. ও iii. √ঘ. i. ii. ও iii.

    ১৮. স্ফিংসের আকৃতি হলো-

    i. দেহটা সিংহের মতো

    ii. মুখ মানুষের মতো iii. পা বাঘের মতো

    নিচের কোনটি সঠিক?

    ক. i. √খ i. ওii.

    গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

    ১৯. মিসরীয়রা পূজা করত-

    i. জীব জন্তুর ii. জড় বস্তুর

    iii. পানির

    নিচের কোনটি সঠিক?

    ক. i. √খ i. ও ii.

    গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

    ২০. মিসরীয়রা প্রচলন করে-

    i. বীজ গণিত

    ii. জ্যামিতি

    iii. পাটি গণিত

    নিচের কোনটি সঠিক?

    ক. i. খ i. ও ii.

    √গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

    ২১. সময় নির্ধারণের জন্য প্রাচীন মিসরীয়রা আবিষ্কার করে-

    i. সূর্য ঘড়ি ii. ছায়া ঘড়ি iii. জল ঘড়ি

    নিচের কোনটি সঠিক?

    ক. i. খ i. ও ii.

    গ. ii. ও iii. √ঘ. i. ii. ও iii.

    ২২. মিসর দেশটি কোন কোন মহাদেশ দ্বারা পরিবেষ্টিত?

    i. এশিয়া ii. আফ্রিকা iii. ইউরোপ

    নিচের কোনটি সঠিক?

    ক. i. খ i. ও ii.

    গ. ii. ও iii. √ঘ. i. ii. ও iii.

    ২৩. পেশার ওপর ভিত্তি করে মিসরীয়দের ভাগ করা হয়-

    i. ভূমি দাস ii. পুরোহিত iii. লিপিকার

    নিচের কোনটি সঠিক?

    ক. i. খ i. ও ii.

    গ. ii. ও iii. √ঘ. i. ii. ও iii.

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১