dweepojnews
04th Aug 2021 10:36 am | অনলাইন সংস্করণ
১. পরের ঘরের পিডা দাতে লাগে মিডা
২. হাওর জঙ্গল মইষের শিং, এই তিনে মৈমনসিং
৩. এক পয়সার ঋণের লাইগ্যা চান্দেরে খাইল
৪. এমন জায়গায় বওন নাই কেউ কয় উঠ
এমন কথা কওন নাই কেউ কয় ঝুট
৫. নাইড়্যা মাথায় টিনটিন, এক পয়সার তেলের টিন
৬. বল বল আপনার বল
ছায়া ছাতির তল।
৭. হাড্ডি পুড়ি পাতা খাই
চামড়া বেইচ্যা পয়সা পাই।
৮. মুরগা নাচে মুরগি নাচে চালত ঠ্যাং থুইয়া
হউরি বউয়ে কাইজ্যা করে মাইট্টা উক্কা লইয়া।
৯. আক্কলের খাইয়া মাডি
বাপে পুতে কামলা খাডি
১০. ধুলা-মাডি-ছাই
তিন গরিবের ভাই