• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্বাসকষ্টে মারা গেলেন মুক্তিযোদ্ধা আবদুল বারিক 

     dweepojnews 
    04th Aug 2021 1:56 am  |  অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা (অব.) সেনাসদস্য আবদুল বারিক (৯০)।

    সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

    তিনি এক ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    প্রয়াত মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে সেলিম আহমদ তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ঈদুল আজহার পরদিন থেকে আমার বাবা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

    স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসাসেবা নেওয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের প্রয়াত কৃষক মো. ইসমাঈল ভূঁইয়ার ছেলে দেশমাতৃকার টানে ৫নং সেক্টরের সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট ৪নং সাব সেক্টরে একাত্তরে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন।

    দেশ স্বাধীনের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে ল্যান্স কর্পোরাল পদে দায়িত্ব পালন করেন। পরে তিনি অবসর গ্রহণ করেন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১