• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেই চাকরির আবেদনপত্র বিক্রি হলো ৩ কোটিতে! 

     dweepojnews 
    04th Aug 2021 10:48 am  |  অনলাইন সংস্করণ

    জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে। যেখানে তিনি নিজেই নাম, ঠিকানা, বয়স, ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় বিষয় লিখেছিলেন। মাত্র ১৮ বছর বয়সে ১৯৭৩ সালে চাকরির জন্য একটি কোম্পানিতে আবেদন করেছিলেন তিনি। স্টিভ জবসের জীবনে প্রথম এবং শেষ চাকরির আবেদনপত্র বলে কথা! ১৯৭৪ সালে তিনি ভিডিও গেম ডিজাইনার হিসাবে প্রথম চাকরিতে যোগ দেন। আবেদনপত্রটি এখনো খুব ভালো অবস্থাতেই রয়েছে। স্টিভ জবস এখন ধনীদের শীর্ষ তালিকায় থাকলেও একসময় তাকেও চাকরির জন্য ঘুরতে হয়েছিল। এই আবেদনপত্র এর আগেও নিলাম হয়েছিল। ২০১৭ সালে ১৮ হাজার ৭৫০ ডলারে, ২০১৮ সালে ১ লাখ ৭৪ হাজার ৭৫৭ ডলারে, সবশেষে ২০২১ সালের মার্চে ২ লাখ ২২ হাজার ৪০০ ডলারে নিলাম হয়। ১৯৭৬ সালে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক সেই চাকরি ছেড়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১