• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হানিমুনের সময় থেকেই স্ত্রীকে নির্যাতন শুরু করেন হানি সিং! 

     dweepojnews 
    04th Aug 2021 7:54 am  |  অনলাইন সংস্করণ

    ভারতের র‌্যাপ গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে তার স্ত্রী শালিনী তলওয়ার মামলা করেছেন।

    দিল্লির তিস হাজারি আদালতে স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগ করেছেন তিনি।

    মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিংয়ের আদালতে মামলাটি করা হয়। খবর হিন্দুস্তান টাইমস।

    মামলার আবেদন শোনার পর হানি সিংকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ আগস্টের মধ্যে তার বয়ান আদালতের কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়া হানি সিং ও শালিনীর নামে যে সমস্ত সম্পত্তি রয়েছে তা বিক্রি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।

    শালিনী ও হানি সিংয়ের সম্পর্ক ২০ বছরের। ২০১১ সালে শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে তারা বিয়ে করেন।

    শালিনীর পক্ষে আদালতে হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে। শারীরিক নির্যাতন, যৌন হেনস্তা, মানসিক নিপীড়ন এবং আর্থিক কেলেঙ্কোরির মতো অভিযোগ করা হয়েছে।

    এমনকি হানির পরিবারের বিরুদ্ধে ধন সম্পত্তি আটকে রাখার অভিযোগ করেছেন শালিনী।

    শালিনী জানিয়েছেন, তাদের হানিমুনের সময় থেকেই হানি সিং তার গায়ে হাত তোলা শুরু করেন। সঙ্গে হানি সিংয়ের মদের নেশা, একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি হানি সিং তার হাত থেকে খুলে ফেলেছিলেন বিয়ের আংটিও।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১