• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নিউ ইংল্যান্ড টি-টোয়েন্টি: উদ্বোধনী ম্যাচেই রানের রেকর্ড ভারনন ক্রিকেট ক্লাবের 

     dweepojnews 
    04th Aug 2021 8:15 am  |  অনলাইন সংস্করণ

    টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মানেই এক অন্যরকম আনন্দ, আর সেটা যদি প্রবাসের মাটিতে হয় তাহলে তো কথাই নাই। গত শনিবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রে শুরু হওয়া নিউ ইংল্যান্ড টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রানের রেকর্ড গড়ল কানেকটিকাটের ভারনন ক্রিকেট ক্লাব (ভিসিসি)। ওয়েস্টার্ন ম্যাসাচুসেটস ক্রিকেট ক্লাবের ছুড়ে দেওয়া ২১১ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামে ভারনন ক্রিকেট ক্লাব। তারা ২০ ওভারের এ খেলায় ১২ ওভারেই ২১৬ রান করে রেকর্ড করে।

    যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথবারের মতো শুরু হয়েছে এ ক্রিকেট টুর্নামেন্ট। টাউন অব ম্যানচেস্টারের রবার্টসন ইলেমেন্টারি স্কুলের মাঠে তৈরিকৃত নতুন ক্রিকেট মাঠে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি অতিথিরাও উপস্থিত হন দর্শক গ্যালারিতে। খেলা শুরুর আগে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাটের কোষাধ্যক্ষ চৌধুরী হায়দার তারেক ও আয়েশা দেওয়ান লিপির সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন কানেকটিকাটের স্টেট সিনেটর সাউদ আনোয়ার, সিটি অব ম্যানচেস্টারের ডিপুটি মেয়র মিস সারাহ জোন্স, মিলান কালচারাল আসোসিয়েশনের চেয়ারম্যান সুরেশ শর্মা, কানেকটিকাট প্রবাসী বাংলাদেশি চিকিৎসক সাইদুর রহমান, ডা. মজিবুল গণি ও ডা. গাজী গোলাম রসুল।

    ক্রিকেট টুর্নামেন্ট প্রযুক্তিক কমিটির সদস্য ও সমন্বয়কারী ক্রিকেটপ্রেমী প্রকৌশলী আমিরুজ্জামান টুটুল, মোল্লা বাহাউদ্দিন পিয়াল, হারুন আহমেদ ও বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাটের সভাপতি শাদ চৌধুরী বাবুর উদ্যোগে নিউ ইংল্যান্ড টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট নামে এ খেলা চালুর করার উদ্যোগ নেওয়া হয়। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকবৃন্দ।

    শনিবারের খেলায় কানেকটিকাটের ভারনন ক্রিকেট ক্লাবের (ভিসিসি) পক্ষে ওয়াকাশ নেওয়াজ সর্বোচ্চ ২০ বলে ৬৪ রান করেন। আদিল সর্দার ১৪ বলে ৬২ রান এবং বিল্লাল আহমেদ ১৪ বলে ৩৫ রান করেন।

    অপরদিকে ওয়েস্টার্ন ম্যাসাচুসেটস ক্রিকেট ক্লাবের পক্ষে তৈমুর ১৪ বলে ৪৬ রান, ফয়সল ১৩ বলে ৪৫ রান ও শহিদ ১২ বলে ৩৬ করেন।

    উল্লেখ্য, এ ক্রিকেট টুর্নামেন্টটি চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যাচাই বাছাই শেষে ৯টি টিম নিয়ে তিনটি গ্রুপে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ডে নকআউট পর্যায়ে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ম্যাসাচুসেটসের ১টি ও কানেকটিকাটের বিভিন্ন শহরের বাংলাদেশি ৪টি টিমসহ মোট ৯টি টিম এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন রানার্সআপ, ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দ্য ম্যাচসহ অনেক পুরুস্কারের ব্যবস্থা রয়েছে এ টুর্নামেন্টে। প্রথম ম্যাচে অ্যাম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মোহা. রাব্বি ও আনোয়ার হোসেন হিমু।

    কানেকটিকাটের ক্রিকেট অনুরাগী ও নতুন প্রজন্মের কাছে ক্রিকেট খেলার আনন্দ দেওয়ার লক্ষ্যেই বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাট এ টুর্নামেন্টের আয়োজন করেছে বলে জানান বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাটের সাংস্কৃতিক সম্পাদক ও ক্রিকেট টুর্নামেন্ট প্রযুক্তিক কমিটির সদস্য ও সমন্বয়কারী মোল্লা বাহাউদ্দিন পিয়াল।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১