উপকূলীয় পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রধান লঞ্চঘাটে বানান ভুল হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রল হচ্ছে। উপজেলার নাম দশমিনা হলেও বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে লিখেছে ‘দশমনিয়া’।
এ নিয়ে ফেসবুকে গত কয়েক দিন ধরে চলছে ক্ষোভ ও আর ট্রল। ভাইরাল হয়েছে ভুল বানানের টার্মিনালের ছবিটি।
বানান ভুল হওয়ায় বিপাকে পড়ছেন নৌপথের যাত্রীরা। দক্ষিণ অঞ্চলের এমন একটি গুরুত্বপূর্ণ লঞ্চঘাটের মতো স্থানে বিআইডব্লিউটিএ ভুল করায় শিশু-কিশোররা ভুল বানান শিখছে বলে দাবি অভিভাবকদের। তাদের দাবি ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপজেলার সঠিক নামটি বিকৃত হয়ে যেতে পারে। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা ভুল লেখা দেখে বিপাকে পড়েন বলে দাবি লঞ্চঘাট এলাকার বাসিন্দাদের।
আরিফ নামে এক যাত্রী জানান, তিনি ঢাকা থেকে দশমিনায় তার এক আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছিলেন ঈদের আগে। টার্মিনালে ভুল বানান দেখে প্রথমে তিনি টেনশনের মধ্যে পড়েন যান। পরে তিনি জানতে পারেন লেখায় ভুল।
হাজিরহাট লঞ্চঘাটের ইজারাদার সোহাগ মহল্লাদার জানান, প্রায় এক বছর আগে টার্মিনালটি স্থাপন করে বিআইডব্লিউটিএ। স্থাপনের সময় থেকেই বানানে ভুল ছিল। দশমিনা হলেও বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে লিখেছে দশমনিয়া।
পটুয়াখালী বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার মো. মহিউদ্দিন জানান, বানানটি ঠিক করে দেয়া হবে। বানান ভুল হতেই পারে। এতে মহাভারত অশুদ্ধ হয়নি। লকডাউনের কারণে লোক যেতে পারছে না। এ কারণে ঠিক করতে পারছি না।
Array