• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাস্তার পাশে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ 

     dweepojnews 
    04th Aug 2021 1:44 am  |  অনলাইন সংস্করণ

    বগুড়ার ধুনটে কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ পাওয়া গেছে। পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার চান্দিয়ার সেতুর কাছ থেকে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে লাশটি ফেলে গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের চান্দিয়ার গ্রামে পাকা রাস্তার পাশে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা শিশুর লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দেন। পরে ধুনট থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১