• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বচ্চন পরিবার আপাতত অটুটই থাকছেন 

     dweepojnews 
    10th Jan 2024 1:55 pm  |  অনলাইন সংস্করণ

    বিগত কয়েক বছর ধরে অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায়কে নিয়ে নানা আলোচনা ছড়িয়েছে বলিউড পাড়ায়। সেসবে বাতাস জুগিয়ে তিলকে তাল বানিয়েছেন নেটিজেনরা। বিচ্ছেদ, বউ-শাশুড়ির দ্বন্দ, শ্বশুড় আর বউয়েল তর্কযুদ্ধ, ননদ ভাবী ঝগড়া কত কি সব। তবে জল যতই ঘোলা হোক বচ্চন পরিবার আপাতত অটুটই থাকছেন বলে ধারণা করা হচ্ছে। এমন ধারণার অবশ্য কারণ রয়েছে, হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, এবার শ্বশুর অমিতাভ ও মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেকের সঙ্গে চুটিয়ে আনন্দ করলেন ঐশ্বরিয়া। এতে ভক্তদের টেনশন কিছুটা কমিয়ে দিলেন এই তারকা জুটি।

    জানা গেছে, ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’ কবাডি দলের মালিক জুনিয়র বচ্চন অভিষেক। শনিবার (৬ জানুয়ারি) সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে মেতেছিলেন তারা। খেলার মাঠে যেন আনন্দ মিছিলে শামিল হলো বচ্চন পরিবার।
    অভিষেকের কবাডি দলের খেলার সময় আনন্দে গলা ছাড়েন স্ত্রী ঐশ্বরিয়া আর মেয়ে আরাধ্যা। এতে যোগ দেন বাবা অমিতাভ বচ্চনও।

    গ্যালারিতে বসেছিলেন অভিষেক বচ্চন, পাশে বাবা অমিতাভ। তাদের পাশে ঐশ্বরিয়া আর আরাধ্যা। তাদের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তে। এখন জল্পনা যেন আরও বেড়ে গেল। তাহলে খুব শিগগির কি তারা এক ছাদের নিচে বসবাস শুরু করবেন? নাকি বচ্চন বাড়ি ছেড়ে বউকে নিয়ে অন্য বাড়িতে স্থায়ী হবেন?

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১