dweepojnews
10th Jan 2024 1:41 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির বনানী কার্যালয়ের নেতাকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, জাতীয় পার্টির নির্বাচিত ১১ সংসদ সদস্য শপথ গ্রহণ করার কারণে দলটির কিছু নেতাকর্মী বিক্ষুব্ধ হয়ে বুধবার (১০ জানুয়ারি) সকালে বনানীর কার্যালয়ে বিক্ষোভের ঘোষণা দেয়।
জাপার একাধিক নেতা জানায়, জাতীয় পার্টির নির্বাচিত ১১ সংসদ সদস্য প্রথমে ১০ জানুয়ারি শপথ না নেবার ঘোষণা দিলেও পরে আবার অংশগ্রহণের ঘোষণা দেয়। এতেই বিক্ষুব্ধ হয়ে পরে দলটির কিছু সংখ্যাক নেতা কর্মীরা। জাতীয় পার্টির নেতা কর্মীদের এমন ঘোষণার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে।
জাপার বিক্ষুব্ধ নেতা কর্মীরা জানায়, জাপা চেয়ারম্যান ও মহাসচিব নিজেরা সংসদে যাবার জন্য দলকে বেচে দিয়েছেন তারা। তাই আজ দলটির এমন অবস্থা। এই নেতৃত্ব তৃণমূল বিচ্ছিন্ন।