• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ১৮ বছর জেল 

     dweepojnews 
    13th Jan 2024 1:35 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক করোনা মহামারির সময় টেস্টিং কিট ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এনগুইয়েন থান লংকে ১৮ বছর কারাবাসের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত।

    দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে এএফপি।
    এনগুইয়েনের বিরুদ্ধে অভিযোগ, করোনা মহামারির সময়ে বিভিন্ন কোম্পানিকে টেস্টিং কিট আমদানির অনুমোদনের বিনিময়ে ২২ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নিয়েছিলেন তিনি। আদালতে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা।

    শুক্রবার রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন এনগুইয়েন। রায় ঘোষণার পর কারাগারে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, আমি দোষ করেছি। আমি অনুতপ্ত।

    প্রসঙ্গত, গত বছর থেকে দেশজুড়ে দুর্নীতি অভিযান পরিচালনা করছে ভিয়েতনামের সরকার। এই অভিযানে ইতোমধ্যে শতাধিক সাবেক ও বর্তমান মন্ত্রী-সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এই তালিকায় ভিয়েতনামের সাবেক প্রধানমন্ত্রী এনগুইয়েন সুয়ান ফুকও রয়েছেন। সূত্র : এএফপি

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১