dweepojnews
15th May 2024 4:26 pm | অনলাইন সংস্করণ
উচ্চাকাঙ্ক্ষা
মাহ্ বুবা হক
সাধারণ থাকে জীবন যখন
অসাধারণ থাকে বোধ
আলপনা আঁকে কল্পনা কত
কে করে তারে রোধ।
দোলা দিয়ে যায় দখিনা মলয়
বসন্ত আনে প্রাণে
কুঞ্জবনে কুহু কেকা গায়
ভালোবাসার গানে গানে ।
নির্ভার থাকে জীবনের ভার
দুর্বার থাকে গতি
বিবেক তাড়িত সদা জাগ্রত
দূরে থাকে দুর্মতি।
বাসনা বিলাসে মন যদি ছোটে
চায় হতে অসাধারণ
শৃঙ্খলায় রেখে উচ্চাকাঙ্ক্ষারে
দিতে হবে দর্শন।
বিবেকের সাথে বোঝাপড়া শেষে
নিতে হবে পথ চিনে
কঠিন ব্রতে অভিষ্ট লক্ষ্যে
যেতে হবে সন্তর্পণে।
অহংকার সেথা যদি বাঁধে বাসা
ঘুন পোকা খাবে মন
অচেনা হবে চেনা লোকালয়
পরিবার-পরিজন।