dweepojnews
16th May 2024 11:01 am | অনলাইন সংস্করণ
গল্প বলে যায়
সাঈদা আজিজ চৌধুরী
ধূসর ক্রন্দসী আকাশ অঝোর বৃষ্টি
মনে মনে সারাদিন এ কোন গল্প বলে যায় !
অদৃশ্য অশান্ত মন জানলা একটু একটু করে খোলা
অবাধ্য বড় বন্ধ রাখা যায় না অস্পষ্ট ছায়াময়।
ক্ষণিকের সৈকত ইচ্ছে মত মরিচিকা বালিকা ধ্রুপদী নৃত্য
ঢেউ তুলে বিলুপ্ত হ্রদের ধূলি ধূসর তীরময়।
স্বপ্নভূক হৃদয়,ধ্যানমুগ্ধ মূর্ছনা,পৃথ্বিরাজের আবির্ভাব
আবেগের চৌকষ বাতি নিভু নিভু জ্বলে।
অলীক মাতামাতি ছুটাছুটি মিছে ছোঁয়াছুঁয়ি
অদৃশ্য মাইল ফলক নির্মাণ করে চলে ।
আকাঙ্খার পাদপীঠ ক্ষয়ে ক্ষয়ে অবশিষ্ট কিছু
নুড়ি পাথর ভগ্নাংশ বেলাভূমিতে আছড়ে পড়ে।
তবু সারাদিন তালহীন লয়হীন গল্প বলে যায়
ধূসর ক্রন্দসী আকাশ অঝোর ধারায়।
স্বত্ব সংরক্ষিত
Array