dweepojnews
25th May 2024 6:00 pm | অনলাইন সংস্করণ
জয় বাংলা
মালেক মাহমুদ
জয় বাংলা বাঙালি রঙ বাংলা আমার ভূমি
জয় বাংলা জয়ের ধ্বনি শক্তি আকাশচুমি
বলি, জয় বাংলা জয়
মনে, সাহস সঞ্চয় হয়
জয় বাংলা জয় বাংলা বাঙালির এক উক্তি
জয় বাংলা ধ্বনির কাছে দূর হয় অপশক্তি
বলি, জয় বাংলা জয়
মনে, সাহস সঞ্চয় হয়
জয় বাংলা বাঙালি রঙ ঐক্যে সোনার খনি
বাঙালি মন শক্তি সাহস জয় বাংলা ধ্বনি।
বলি, জয় বাংলা জয়
মনে, সাহস সঞ্চয় হয়
জয় বাংলা ধ্বনির কাছে মুক্তিসেনার ঘ্রাণ
প্রাণশক্তি ভালোবাসা বাঙালির সম্মান।
বাঙালি রঙ টিকে রবে
জয় বাংলা বলি সবে
জয় বাংলা ধ্বনি তুলে বাঙালি পায় শক্তি
জয় বাংলা ধ্বনি কাছে দূর হয় অপশক্তি।