dweepojnews
02nd Jun 2024 4:44 am | অনলাইন সংস্করণ
মিথস্ক্রিয়া
– পলক রহমান
জলোচ্ছ্বাস দুমড়ে মুচড়ে দিলো সব স্বপ্ন
যখন প্রায় নোঙর করেছি তোমার বন্দরে,
গাঙচিলের পাখায় ভাসেনি অশনি বার্তা
ভাবিনি এমন করে ডিঙতে হবে মন্দরে।
ডাঙ্গার আকাশে মেঘ শুণ্য বৃষ্টি বিমুখ
উত্তরে তবু পাহাড়ি ঢলে বিপর্যয় জীবন,
তোমার কাছে ফিরব বলে ছিলাম উন্মুখ
ফিরতে দিল না আমায় বেয়াড়া ভূবন।
কাদের অপকর্মে আজ উত্তপ্ত এই পৃথিবী
এত এলোমেলো ঋতু বৈচিত্রের অমোঘে,
আজ নেই মেঘ, নেই সাংগীতিক বৃষ্টিধারা
দেখি ঘাম ঝরছে দাবদাহে বিলম্বিত মাঘে।