• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা ”ত্যাগের উৎসব” 

     dweepojnews 
    03rd Jun 2024 4:49 am  |  অনলাইন সংস্করণ

    ত্যাগের উৎসব
    সাঈদা আজিজ চৌধুরী

    অসীম নির্জনতায় আলোর কোলাহল
    স্বপ্নের দেবদূত স্বর্গের বাণী ত্যাগের উৎসব
    ইব্রাহিমের প্রতি গম্ভীর উচ্চারণ
    স্রষ্টার নির্দেশ করো কোরবান প্রিয়জন।
    একই স্বপ্ন বার বার—এক দুই তিন
    প্রভুর অমোঘ নির্দেশ সবচেয়ে প্রিয়জন
    হে ইব্রাহিম, প্রভুর নামে করো কোরবান
    সবচেয়ে প্রিয় ইসমাইল—চিন্তান্বিত পিতা ভাবেন।
    প্রভুর নামে হবে কোরবান
    দৃঢ় চিত্ত পিতা পুত্র, প্রভু হবেন তুষ্ট
    নির্জনে ধারালো ছোরা হাতে
    ত্যাগের উৎসবে উদ্যত মনোবলে।
    কেঁদে ওঠল সাফা মারওয়া
    সিনাই আর জাব্বালে নূর
    খেজুর শাখার অসময় গর্ভপাত
    মরু প্রান্তরে কাঁদে মেষ রাখালের দল।
    রক্ত-কান্নায় ভিজে ওঠে জয়তুনের নরম কোষ
    মানুষের রক্তে ঈদুল আযহা ত্যাগের বিষন্ন উৎসব।
    শায়িত পুত্র ইসমাইল,বলে ওঠে বিচলিত নই পিতা
    প্রভুর নামে করো প্রিয় পুত্র কোরবান।
    ভেসে আসে ঐশী কণ্ঠ—
    ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ পিতা-পুত্র দু’জন
    প্রভুর নামে পশু কোরবানীর প্রথা করো প্রচলন
    মানবজাতি ত্যাগের মহিমায় হোক সমুজ্জ্বল।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১