• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় বিজেএ’র পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুিষ্ঠত 

     dweepojnews 
    04th Jun 2024 9:04 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি : মধুখালী উপজেলার উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুন আহমেদ অনীক। বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তৃতা প্রদানসহ সভাপতিত্ব করেন, বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব রঞ্জন কুমার দাস।

    বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক জনাব মো: জাহিদুল ইসলাম। কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিৎ কুমার ঘোষ।

    পাট বীজ উৎপাদন ও চাষ নিয়ে আলোচনা করে উপজেলার কৃষি অফিসার জনাব কৃষিবিদ মো: মাহাবুব ইলাহী, পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জনাব তারেক মো: লুৎফুল আমিন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার জনাব বিনয় কৃষ্ণ মন্ডল। কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক জনাব মো: নজরুল ইসলাম, পাট অধিদপ্তর, মধুখালীর উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জনাব উজ্জ্বল কুমার বিশ্বাস। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১