• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

     dweepojnews 
    15th Oct 2024 9:26 am  |  অনলাইন সংস্করণ
    স্টাফ রিপোর্টার : “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ“ এ প্রতিপাদ্যকে  সামনে রেখে আজ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সকাল ১১টায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া কার্যক্রম চলে ।
    কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের   সামনে এসে পথ সভায় মিলিত হয়।
    সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, জীবানুকে ধ্বংস  করতে হাত ধোয়ার  কোন বিকল্প নেই। যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন।
    এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, উপজেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আকির খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সমর চাঁদ মৃধা খোকন, রাফেজা বেগম, মাজহারুল আলম পান্না, প্রমূখ। পরে স্বুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার কৌশল  প্রদর্শন করা হয়।
    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১