অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার পাসের হার ৭৭ দশমিক ৭৮ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। এবারও ছেলেদের চেয়ে পাস আর জিপিএ ৫ এ এগিয়ে মেয়েরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে অনলাইনে উন্মুক্ত করা হয় রেজাল্ট। ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
এবার নারী শিক্ষার্থীরা জিপিএ ৫ পেয়েছে ৮০ হাজার ৯৩৩ জন, ছেলেদের মধ্যে এ সংখ্যা ৬৪ হাজার ৯৭৮। এবার ৪ দশমিক ৩৪ ভাগ ছাত্রী বেশী পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে বেশী পেয়েছে ১৫ হাজার ৯৫৫ জন ছাত্রী।
এবার আগের বছরের চেয়ে ৫৩ হাজার ৩১৬ জন জিপিএ ৫ বেশি পেয়েছে। আর পাসের হার কমেছে দশমিক ৮৬ ভাগ।
বোর্ডগুলোর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থী সংখ্যা ১১ লাখ ৩১ হাজার ১১৮ জন। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৫৪ হাজার ৬৪৪ জন। ছাত্রের সংখ্যা মোট ৫ লাখ ৩৬ হাজার ৮২৫ জনের মধ্য উত্তীর্ণ ৩ লাখ ৮৯ হাজার ৪৭০ জন। যেখানে ছাত্রদের পাশের হার ৭২ দশমিক ৫৫ শতাংশ এবং ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ২৯৩ জনের মধ্যে উত্তীর্ণ ৪ লাখ ৬৫ হাজার ১৭৪ জন। মেয়েদের পাশের হার ৭৮ দশমিক ২৭ শতাংশ। মোট পাশের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ।
মাদরাসা শিক্ষাবোর্ডের আলিম পরীক্ষায় শিক্ষার্থী সংখ্যা ৮৫ হাজার ৫৫৮ জন। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৯০৯ জন। ছাত্রের সংখ্যা মোট ৪৬ হাজার ৪৩৩ জনের মধ্য উত্তীর্ণ ৪২ হাজার ৭৯৩ জন। যেখানে ছাত্রদের পাশের হার ৯২ দশমিক ১৬ শতাংশ এবং ছাত্রী ৩৯ হাজার ১২৫ জনের মধ্যে উত্তীর্ণ ৩৭ হাজার ১১৬ জন। পাশের হার ৯৪ দশমিক ৮৭ শতাংশ। সব মিলিয়ে পাশের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ।
ভোকেশনাল/ বিএম/ ডিপ্লোমা ইন কমার্স এ শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৩৮২ জন। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭৫৬ জন। ছাত্রের সংখ্যা মোট ৮২ হাজার ৭৫৫ জনের মধ্য উত্তীর্ণ ৭১ হাজার ৩৩২ জন। যেখানে ছাত্রদের পাশের হার ৮৬ দশমিক ২০ শতাংশ। ছাত্রী ৩১ হাজার ৬২৭ জনের মধ্যে উত্তীর্ণ ২৯ হাজার ৪২৪ জন। মেয়েদের পাশের হার ৯৩ দশমিক ৩ শতাংশ। মোট পাশের হার ৮৮ দশমিক ৯ শতাংশ।
এবার ফল প্রকাশে নেই আগের মতো আনুষ্ঠানিকতা। কোনো বিভাগের শিক্ষার্থীদের পাঁচটি, কারও ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি পরীক্ষাগুলো বাতিল হওয়ায় সেগুলোর ফল এসএসসি’র ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়। ৩০ জুন শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
Array