• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাইনাস টু ফর্মুলা নিয়ে হুঁশিয়ার করলেন মির্জা ফখরুল 

     dweepojnews 
    04th Nov 2024 7:09 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি : রোববার (৩ নভেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার স্মরণসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মির্জা ফখরুল বলেন, ‘সুনাম রক্ষা করা অন্তর্বর্তী সরকারের বড় কাজ। সবার কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিন। জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় যাবে বিএনপি। পরিষ্কার করে বলতে চাই, আবারও ষড়যন্ত্র করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। মাইনাস টু ফর্মুলা আগেও কাজ করেনি, ভবিষ্যতেও করবে না।

    এ সময় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের আগ্রহের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। ফখরুল বলেন, ‘একজন উপদেষ্টা বলেছেন- রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উশখুশ করছেন, এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। বিএনপি এমন বক্তব্যে হতাশ।’

    আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের সবচেয়ে বড় শিকার বিএনপি- এ কথা উল্লেখ করে মহাসচিব আরও বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, ২০ হাজারকে হত্যা করা হয়েছে। তাই বিএনপির ত্যাগ ছোট করে দেখার সুযোগ নেই। এ অবস্থায় নির্বাচন যত দেরিতে হবে, আওয়ামী লীগের তত ফিরে আসার সম্ভাবনা প্রবল হবে বলে মন্তব্য করেন তিনি।

    এদিকে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দেশের রাজনীতি ঘোলাটে হয়ে উঠেছে। আওয়ামী লীগকে পুর্নবাসন করেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১