স্টাফ রিপোর্টার : ঢাকা-বরিশাল মহাড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে যুবলীগের ১০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলুকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
এরপূর্বে রবিবার দিবাগত রাতে বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা কাওছার হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু, যুবলীগ কর্মী ডায়মন্ড, পাবেলসহ নামোল্লেখিত ১০ জন।
Array