• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝগড়া-বিবাদ ধ্বংস বয়ে আনে 

     dweepojnews 
    01st Jan 2025 5:17 am  |  অনলাইন সংস্করণ

    প্রত্যেক মুমিনের শ্রেষ্ঠ সম্পদ ঈমান। ঈমানের পর তাদের শ্রেষ্ঠ সম্পদ হলো একতা। মহান আল্লাহ তাঁর বান্দাদের দল-উপদলে বিভক্ত না হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর রজ্জুকে (অর্থাৎ তাঁর দ্বিন ও কিতাবকে) দৃঢ়ভাবে ধরে রাখ এবং পরস্পরে বিভেদ কোরো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন তা স্মরণ রাখ। একটা সময় ছিল, যখন তোমরা একে অন্যের শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের অন্তরসমূহকে জুড়ে দিলেন। ফলে তাঁর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিল। আল্লাহ তোমাদের (ইসলামের মাধ্যমে) সেখান থেকে মুক্তি দিলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শনসমূহ সুস্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তোমরা সঠিক পথে চলে আস।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১০৩)  মুমিনরা যত দিন মহান আল্লাহর এই আদেশ পালন করবে, তত দিন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে। আল্লাহর রহমত তাদের সঙ্গে থাকবে। আর যদি তা না হয়, তবে দুনিয়ায় তারা দুর্বল হয়ে পড়বে। ফলে তাদের ওপর বিজয় লাভ করবে। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো এবং পরস্পর কলহ কোরো না, অন্যথায় তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা : আনফাল, আয়াত : ৪৬) আর আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘এবং তোমরা সেই সব লোকের মতো হয়ো না, যারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলি আসার পরও পরস্পর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছিল। এরূপ লোকদের জন্য রয়েছে কঠিন শাস্তি।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১০৫) তাই মুমিনের উচিত সব ক্ষেত্রে আল্লাহর দ্বিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। পরস্পর ঝগড়া-বিবাদ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করা। আল্লাহকে ভয় করা। কারণ মহান আল্লাহ সবার মনের অবস্থা জানেন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১