• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীতে নামছে গোলাপী বাস 

     Mesbah Mukul 
    05th Feb 2025 4:27 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক

    রাজধানীতে সড়কে যানজট ঠেকানো ও শৃঙ্খলা আনতে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে চালু হচ্ছে গোলাপী বাস। আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা বাস চলাচল করবে শহরের বিভিন্ন গন্তব্যে। ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনা করা হবে বাসগুলো।

    ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম জানিয়েছেন, প্রায় দুই হাজার ৬১০টি বাস এই রুটে চলাচল করবে। প্রতিটি বাস থাকবে একই রঙের (গোলাপি)।

    গতকাল রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    তিনি বলেন, নতুন এই পদ্ধতিতে, যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিট ছাড়া বাসে ওঠা যাবে না। এছাড়া, যাত্রীরা যত্রতত্র বাসে উঠতে বা নামতে পারবেন না। টিকিট কাউন্টার পদ্ধতিতে বাস চালানোর জন্য সংশ্লিষ্ট চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং পরিবহন শ্রমিকদের যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করায় যানবাহনে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, যার কারণে সড়কে বিশৃঙ্খলা, যানজট এবং দুর্ঘটনা ঘটছে।

    প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি সভায় এই সমস্যা সমাধানের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অংশ হিসেবে এই টিকিট কাউন্টার পদ্ধতির প্রবর্তন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া, চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী এবং মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলোকেও টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনা করা হবে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১