নিজস্ব প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানে যেভাবে সরাসরি নারী শিক্ষার্থীদের উপর নিপীড়ণ চালানো হয়েছিল, ৫ আগস্টের পর অনলাইনে এখনও একইভাবে নারীদের টার্গেট করে চরিত্রহননের চেষ্টা করছে পরাজিত শক্তি। অমর একুশে বইমেলার বিশেষ আয়োজন ‘জুলাইর গল্প’ মঞ্চে শনিবার (৮ ফেব্রুয়ারি) অংশ নিয়ে এসব কথা বলেন অতিথিরা।
শনিবার অমর একুশে বইমেলার ‘জুলাইর গল্প’ আয়োজনে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা নামলাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি। জুলাই আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতা ও তার পরবর্তী সময়ে বাংলাদেশ বিনির্মান নিয়ে আশা প্রত্যাশার কথা বলেন তারা।
নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘আন্দোলনে যেভাবে মেয়েদের গায়ে হাত তুলেছিল আওয়ামীলীগ, তেমনি এখনও অনলাইনে টার্গেট করে করে চরিত্রহননের চেষ্টা করছে যারা। যেটা শারীরিক লাঞ্চনার চেয়েও মোটেও কম কথা নয়’।
মালিহা নামলাহ বলেন, ‘যারা জুলাই মাসে অবলীলায় মানুষ খুন করেছে, তাদের কাছ থেকে অনুশোচনা আশা করাটাও বোকামি’। আওয়ামীলীগ রাজনৈতিক আধিপত্য বিস্তার করে স্বৈরতন্ত্র কায়েম করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘হিজাব পরে আন্দোলন গিয়েছি বলে, আওয়ামীলীগ আমাদেরকে জঙ্গী ও শিবির ট্যাগ দিয়ে তালিকা প্রকাশ করেছিল। যেন বা আমার পোশাক নির্ধারণ করে দেবে আমি এক্টিভিস্ট হব নাকি না’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক ও সাংবাদিক জুবায়ের ইবনে কামাল।
Array