নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতায় দীর্ঘদিনের নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সম্মাননা দিয়েছে বর্ষীয়ান সাংবাদিক নুরুল হুদা বাবুকে।
গত ৩০ জুলাই বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ও জহুরুল হক তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সাংবাদিক নুরুল হুদা বাবু সাংবাদিকতা পেশায় যুক্ত হন ১৯৯২ সালে, বিশ্ববিদ্যালয় জীবনেই ‘চাকুরী বার্তা’ পত্রিকায় শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে। বর্তমানে তিনি ‘কাউখালী বার্তা’র সহকারী সম্পাদক ও ব্যবস্থাপক এবং অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ ৫২ বাংলা’-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত দায়িত্ব ছাড়াও তিনি বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং বিএমএসএফ কাউখালী শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিক নুরুল হুদা বাবু পরিচিত একজন নীতিবান, প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে। তিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি। সাংবাদিকতার আদর্শ থেকে বিচ্যুত না হয়ে বরাবরই আপোষহীন অবস্থানে থেকেছেন। দালালি কিংবা লেজুড়ভিত্তিক সাংবাদিকতায় তাঁর কোনো আগ্রহ নেই। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন এবং বিএমএসএফ-এর পতাকা তলে বারবার ছুটে গেছেন নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়াতে।