• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখতে যেসব জিনিস মাথায় রাখতে হবে 

     dweepojnews 
    06th Aug 2025 5:04 am  |  অনলাইন সংস্করণ

    তথ্য প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন এখন শুধু কথা বলার মাধ্যম নয়, বরং প্রতিদিনের জীবনযাপনের সঙ্গী। কিন্তু অনেকেই আছেন, যাঁদের ফোন এক বছর পেরোতেই ‘হ্যাং’, ব্যাটারি ড্রেন, স্ক্রিন সমস্যা বা স্টোরেজ সংকটে পড়ে। অথচ কিছু সহজ অভ্যাসে স্মার্টফোনের আয়ু বাড়ানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কিছু রক্ষণাবেক্ষণ আর সচেতন ব্যবহার স্মার্টফোনকে ৩-৫ বছর পর্যন্ত ভালো রাখতে পারে। স্মার্টফোন দীর্ঘস্থায়ী রাখতে যা করণীয়-

     

    ১. অতিরিক্ত চার্জ দেওয়া এড়িয়ে চলুন

    রাতভর চার্জে রেখে দেওয়ার অভ্যাস থাকলে তা ব্যাটারির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে। ২০-৮০% চার্জ রাখার অভ্যাস করুন।

     

    ২. নিয়মিত সফটওয়্যার আপডেট করুন

    সিকিউরিটি প্যাচ ও পারফরম্যান্স উন্নয়নের জন্য সফটওয়্যার আপডেট জরুরি। তা না করলে ফোন ধীরে ধীরে স্লো হতে পারে।

     

    ৩. প্রয়োজন নেই এমন অ্যাপ ও ডেটা মুছে ফেলুন

    অপ্রয়োজনীয় অ্যাপ বা ফাইল ফোনের স্টোরেজ ও র‍্যাম দখল করে রাখে, যা ফোনকে ধীর করে তোলে।

     

    ৪. থার্ড পার্টি চার্জার ও অ্যাকসেসরিজ ব্যবহার এড়িয়ে চলুন

    মূল কোম্পানির চার্জার বা ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার না করলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে।

     

    ৫. ওভারহিটিং হলে ফোন বন্ধ রাখুন

    গেমিং বা দীর্ঘ ভিডিও কলের সময় ফোন অতিরিক্ত গরম হলে কিছুক্ষণ বন্ধ রাখুন বা রিস্ট করুন।

     

    ৬. ফোনে নিয়মিত ক্লিনিং ও কেস ব্যবহার করুন

    ধুলাবালি থেকে ফোন বাঁচাতে স্ক্রিন প্রটেক্টর ও কভার ব্যবহার করুন এবং মাসে অন্তত একবার ফোন পরিষ্কার করুন।

     

    ৭. শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

    ভাইরাস বা ম্যালওয়্যার থেকে বাঁচতে বিশ্বস্ত অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করে রাখুন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১