আন্তর্জাতিক ডেস্ক: সম্পর্কে রাজি হওয়ার পর আর তর সয়নি প্রেমিকের। বিয়ে করার জন্য রীতিমত উঠেপড়ে লাগেন তিনি। প্রেমিকাকে ক্রমাগত প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন তিনি। তাতেও যেন বরফ গলছিল না।
প্রেমিকাকে টানা সাত বছর ধরে মোট ৪৩ বার বিয়ের প্রস্তাব দিয়েছেন ওই তরুণ। নাছোড়বান্দা প্রেমিকের অনবরত প্রস্তাবে শেষমেশ বাধ্য হয়ে সাড়া দিলেন প্রেমিকা। অবশেষে প্রেমিকের গলায় মালা পরিয়ে দিলেন সারা নামের ওই নারী।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৮ সাল থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন সারা এবং লিউক নামের ওই তরুণ। ব্রিটেনের এসেক্সের বাসিন্দা সারা। পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ সারা তিন সন্তানের জননীও। অন্যদিকে, লিউক পেশায় ট্যাটুশিল্পী।
সারা এবং লিউক দু’জনেই অবশ্য অতীতে সম্পর্কের ঘাত-প্রতিঘাত সহ্য করে এসেছেন। দু’জনেই এখন জীবনে থিতু হতে চান।
তবে, নতুন করে আবার সংসার বাঁধার আগে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় চান সারা। কিন্তু লিউকের যেন তর সইছিল না। সম্পর্কের বয়স ছ’মাস হতেই তিনি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন সারাকে। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিন সন্তানের জননী সারা।