• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গণতন্ত্রের মুক্তির জন্য জীবন দেয়া সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন আহমদ 

     dweepojnews 
    10th Aug 2025 1:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি: স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহত সবাই ভবিষ্যতে জাতীয় বীর। এই সময়ে অনেকেই গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। রোববার (১০ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, প্রধান উপদেষ্টার বলেছেন ২৪ এর শহীদদের আমরা জাতীয় বীর আখ্যা দিবো। আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণতন্ত্রের মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন তারাও জাতীয় বীর। মানবাধিকার সংস্থার তথ্যমতে ২০২৩ সাল পর্যন্ত ৭ হাজার ১৮৮ জন মানুষ গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এই তালিকার মধ্যে ৭০৯ জন গুমের শিকার হয়েছেন যারা এখন পর্যন্ত ফিরে আসতে পারেনি।

    তিনি বলেন, জুলাই অভ্যুত্থানসহ বিগত আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় বলেন, জুলাই শহীদদের সংখ্যা নিয়ে সরকার এবং জাতিসংঘের তথ্যে পার্থক্য আছে। এখনো সঠিক তালিকা করতে না পারাকে ব্যার্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

    তিনি আরও বলেন, বলেন, প্রতিদিনের সংস্কারের মধ্য দিয়ে জনকল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে। শুধু রাষ্ট্রকাঠামো সংস্কারের মধ্য দিয়ে কাঙ্খিত সংস্কার হয়না। যারা রাষ্ট্রপরিচালনা করবে , তাদের মানসিক সংস্কার ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১