• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিষয়ক সেমিনার 

     dweepojnews 
    12th Aug 2025 10:19 am  |  অনলাইন সংস্করণ

    শিক্ষা ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘দ্য আনভেইলিং রিসার্স ইনসাইট এন্ড লিডারশিপ ট্রান্সিশন’ শীর্ষক গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্স সোসাইটির আয়োজনে আজ মঙ্গলবার রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে সেমিনারটি হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারে প্যানেল আলোচক ছিলেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর মনজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

    সেমিনারে গবেষণার বিভিন্ন দিক ও বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে গবেষণায় নেতৃত্বের পরিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। সেমিনারটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের গুণগত মান উন্নয়নে নানা দিক নির্দেশনা দেওয়া হয়।

    বিশ্ববিদ্যালয় রিসার্স সোসাইটির এই উদ্যোগ শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণার গুরুত্ব ও নেতৃত্ব বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১