• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, নতুন অধ্যাদেশ জারি 

     dweepojnews 
    19th Aug 2025 12:18 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীকে ভোটের সুযোগ থাকছে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে সোমবার (১৮ আগস্ট) সরকার অধ্যাদেশ জারি করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে স্বাক্ষর করেন। এর ফলে ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রার্থীরা কেবল নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

    স্থানীয় সরকার মন্ত্রণালয় চলতি বছরের ১ জুলাই চারটি আলাদা খসড়া অধ্যাদেশ তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। এরপর ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতির পর অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

    ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান চালু হয়েছিল। তবে শুরু থেকেই নানা রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা এ ব্যবস্থার বিরোধিতা করে আসছিলেন। তাদের মতে, স্থানীয় সরকার কাঠামোয় দলীয় প্রভাব ঢুকলে স্থানীয় উন্নয়ন ও জনগণের প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হয়।

    অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও পূর্বে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন অধ্যাদেশ কার্যকর হলে স্থানীয় সরকারের নির্বাচনে রাজনৈতিক দলের বাইরে থাকা অনেক যোগ্য ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আসবেন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১