ধর্ম ও জীবন ডেস্ক: পৃথিবীর ইতিহাসে যত ধর্ম ও মতবাদ এসেছে, প্রত্যেক ধর্মই মানবতার কল্যাণের কথা বলেছে। তবে বাস্তবতা হলো, একমাত্র ইসলামই এমন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের দুনিয়া ও আখিরাত,উভয় জগতের চূড়ান্ত মুক্তির নিশ্চয়তা দেয়। ইসলাম ব্যক্তিজীবন, পারিবারিক জীবন এবং সামষ্টিক সমাজজীবনে পূর্ণ শান্তি ও সাম্য প্রতিষ্ঠার নির্দেশনা প্রদান করে। ইসলামের মূল বার্তা,তাওহিদ, ন্যায়বিচার, দয়া, সহানুভূতি ও মানবকল্যাণ,এই বিশ্বে একমাত্র বাস্তব ও কার্যকর মুক্তির পথ। তাই ইসলামই মানবতার মুক্তি ও শান্তির একমাত্র পথ।
ইসলামের প্রকৃত অর্থই শান্তি
ইসলাম শব্দটি মূলত আরবি سلم (সালাম) ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ হলো শান্তি, নিরাপত্তা ও আত্মসমর্পণ। অর্থাৎ, ইসলাম মানেই আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি লাভ করা।
وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ
আর যে ব্যক্তি আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্মশীল হয়, সে তো এমন মজবুত হাতল ধরেছে, যা ছিন্ন হবার নয়। (সুরা লুকমান: ২২)
ইসলামের মূল উদ্দেশ্য মানবজাতির হিদায়াত ও মুক্তি
ইসলাম কোনো গোষ্ঠীগত ধর্ম নয় বরং এটি সমগ্র মানবতার জন্য প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ জীবনবিধান। মহান আল্লাহ তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক করে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন,
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا
আর আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি। (সুরা সাবা:২৮)
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
إِنَّمَا بُعِثْتُ رَحْمَةً لِلْعَالَمِينَ
আমি তো সমগ্র জগতবাসীর প্রতি রহমতস্বরূপ প্রেরিত হয়েছি। (মুসনাদু আহমদ: ৫১১৪)
ইসলাম নিপীড়িত মানবতার আশ্রয়
ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা ধনী-গরিব, কৃষ্ণ-শ্বেত, নারী-পুরুষ, আরব-আজনবির মধ্যে কোনো বৈষম্য করে না। ইসলামের দৃষ্টিতে সমস্ত মানুষ এক স্রষ্টার সৃষ্টি এবং সমান মর্যাদার অধিকারী।
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا
হে মানবজাতি! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যেন তোমরা পরস্পর পরিচিত হও। (সুরা হুজরাত: ১৩)
আন্তর্জাতিক শান্তি ও ন্যায়বিচারের একমাত্র ভিত্তি
ইসলাম এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে অন্যায়কারীর শাস্তি এবং নির্যাতিতের অধিকার নিশ্চিত থাকে, চোর যে-ই হোক না কেন, তার হাত কাটা হবে; অন্যায়কারী যদি নিজের আত্মীয়ও হয়, তবুও ক্ষমা নেই। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
لو أن فاطمة بنت محمد سرقت، لقطعت يدها
ফাতিমা বিনতে মুহাম্মদ ও যদি চুরি করত, আমি তার হাতও কেটে দিতাম। (সহিহ বুখারি: ৩৪৭৫)
মুক্তি ও পরিত্রাণের একমাত্র উপায়
আধুনিক সমাজ যতই বৈজ্ঞানিক অগ্রগতি করুক, যতই ধনসম্পদ অর্জন করুক, নৈতিকতা ও আত্মিক শান্তির ক্ষেত্রে তার পরিপূর্ণ দিকনির্দেশনা একমাত্র ইসলামই দিতে পারে। তাই ইসলামকে অবলম্বন করা মানে হলো আত্মিক মুক্তি, নৈতিক পরিশুদ্ধি,সামাজিক সাম্য, আখিরাতের মুক্তি। আল্লাহ তাআলা বলেন,
فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
অতএব, যারা আমার পথ অনুসরণ করবে, তাদের ওপর কোনো ভয় থাকবে না, এবং তারা দুঃখিতও হবে না। (সুরা বাকারা: ৩৮)
ইসলাম একমাত্র জীবনব্যবস্থা যা মানুষের দেহ-মনের পূর্ণ পরিতৃপ্তি, পারিবারিক-সামাজিক সুস্থিতি এবং দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ মুক্তির নিশ্চয়তা প্রদান করে। আজকের জুলুম, দারিদ্র্য, অনৈতিকতা ও বিভ্রান্তির যুগে ফিরে যেতে হবে প্রকৃত ইসলামে।
Array