নিজস্ব প্রতিনিধি : পর্যটন নগরী রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক এখন নতুন রূপ পাচ্ছে। কাপ্তাই হ্রদের পাড় ঘেঁষে নির্মিত এ সড়কের পাশে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন তৈরির কাজ এগিয়ে নিচ্ছে দ্রুতগতিতে। ইতোমধ্যেই ফুল, ফলজ-বনজ গাছপালা এবং আধুনিক নকশার স্থাপনা সড়কটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সকাল থেকে রাত অবধি পর্যটক ও স্থানীয়রা পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছেন।
সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি দীর্ঘমেয়াদে সড়কের অপর পাশে রিটেইনিং ওয়াল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই-এক মাসের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ হবে।
চট্টগ্রাম থেকে বেড়াতে আসা এক পর্যটক বলেন, “নতুনভাবে সাজানো এই সড়ক রাঙ্গামাটির সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়েছে। এমন আরও স্পট তৈরি হলে রাঙ্গামাটি পর্যটনে আরও সমৃদ্ধ হবে।”
প্রকল্পটির ভিত্তি গড়ে উঠেছে পূর্বে বাস্তবায়িত নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের ওপর। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঠালতলী ফিসারী সংযোগ বাঁধের কারণে সড়কের একপাশে বিস্তৃত জায়গা তৈরি হয়। অবৈধ দখল ঠেকাতে এবং এলাকাটিকে নান্দনিকভাবে সাজাতে সওজ নিজস্ব তহবিল থেকে এ সৌন্দর্যবর্ধন প্রকল্প গ্রহণ করে। স্থানীয়রা এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “এ জায়গাটি এখন শহরের মানুষের জন্য এক নতুন বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রকল্পের মাধ্যমে শুধু অবকাঠামো নয়, রাঙ্গামাটির পর্যটন শিল্পেও নতুন মাত্রা যোগ হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের মতো অন্যান্য উন্নয়ন সংস্থাও যদি পরিকল্পিতভাবে কাজ করে, তবে পাহাড়ি অঞ্চলের পর্যটন খাত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সবাই।
Array
