• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লিড প্লাটিনাম সনদ অর্জন করলো বাংলাদেশের আরও দুই কারখানা 

     dweepojnews 
    26th Aug 2025 8:52 am  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ‘লিড প্লাটিনাম’ সনদ লাভ করেছে বাংলাদেশের আরও দুই কারখানা।

    এর মাধ্যমে টেকসই উন্নয়ন যাত্রায় আরেকটি মাইলফলক অর্জন করলো বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত। লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড হলো পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি।

    নতুন এ দু’টি কারখানা যুক্ত হওয়ায় বর্তমানে দেশে মোট লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৬৩ টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ১১১টি প্লাটিনাম এবং ১৩৩টি গোল্ড সনদপ্রাপ্ত। নতুনভাবে সনদ পাওয়া কারখানাগুলো হলো এ.জি. ড্রেসেস লিমিটেড এবং ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড।

    এছাড়া বাংলাদেশ এখন বৈশ্বিকভাবে সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৬৮টির অবস্থান ধরে রেখেছে, যা সবুজ শিল্পায়নে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্বকে আরও সুসংহত করেছে।

    বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, এ অর্জন বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের দূরদর্শিতা ও দৃঢ়তার প্রমাণ।

    তিনি বলেন, ‘সবুজ ভবন ও টেকসই কার্যক্রমে বিনিয়োগের মাধ্যমে তারা শুধু পরিবেশগত প্রভাব কমাচ্ছেন না বরং দক্ষতা বৃদ্ধি, খরচ কমানো এবং একটি দায়িত্বশীল ও দূরদর্শী পোশাক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের সুনামকেও সুদৃঢ় করছেন।

    বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রুবেল বলেন, তাদের এই প্রতিশ্রুতি নিশ্চিত করছে যে আমাদের শিল্প বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকবে, উদীয়মান টেকসই বিধিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং আমাদের জনগণ ও অর্থনীতির জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অব্যাহত রাখবে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১