• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চ্যাম্পিয়ন্স লিগ: মূল পর্বে নতুন চার দল, ড্র হবে কাল 

     dweepojnews 
    27th Aug 2025 10:05 am  |  অনলাইন সংস্করণ

    খেলাধুলা ডেস্ক:  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার রাতে। বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোয় অনুষ্ঠিত হবে এই ড্র। প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।

    মোট ৩৬ দলের অংশগ্রহণে এবারও থাকছে না গ্রুপ পর্ব, খেলা হবে লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল খেলবে ৮টি ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে। প্রতিপক্ষ নির্ধারণ হবে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে। বিশ্বের সেরা ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে মুখিয়ে আছে অগণিত ফুটবল সমর্থক।

    প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে নতুন চার দল—সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোডো, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। এ ছাড়াও বাকি তিনটি দল বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে। এদিকে, লিগ পারফরম্যান্সের ভিত্তিতে আগেই নিশ্চিত হয়েছে ২৯টি ক্লাব।

    মোট চারটি পট থাকবে ড্রয়ে, র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে যেখানে প্রতিটি পটে ৯টি করে থাকবে মোট ৩৬ দল। লিগ পর্বে প্রতিটি দল খেলবে ৮টি ভিন্ন দলের বিপক্ষে—যার মধ্যে চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ। সেই আট দল কারা, তা নির্ধারণ হবে এই ড্রতে বিশেষ এক সফটওয়্যারের মাধ্যমে। প্রথম পট থেকে ম্যানুয়ালি একটি বল তোলা হবে, যেখানে থাকবে একটি দলের নাম। সঙ্গে সঙ্গেই সেই সফটওয়্যার জানিয়ে দেবে ওই দল কাদের পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে। এমনকি হোম-অ্যাওয়ে ম্যাচের বিষয়টিও জানা যাবে সফটওয়্যারের মাধ্যমেই।

    পটে থাকা দলগুলো প্রতি পট থেকে দু’টি করে প্রতিপক্ষ পাবে। তবে একই দেশের ক্লাবগুলো একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পাবে না। সেই সঙ্গে প্রতিটি দল অন্য যেকোনো দেশের সর্বোচ্চ দুটি দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১