আন্তর্জাতিক ডেস্ক : আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২৮ আগস্ট) রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিসওয়া এলাকায় চালানো হয় এ হামলা। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
একটি প্রাক্তন সেনা ব্যারাকে এ আক্রমণ চালানো হয়েছে বলে দাবি সিরীয় সেনাবাহিনী ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার। এতে ব্যবহার করা হয় চারটি হেলিকপ্টার।
আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেক ইসরায়েলি সেনা সরাসরি ঘটনাস্থলে অবতরণ করে। তাদের সাথে ছিল নানা অনুসন্ধানী সরঞ্জাম। ২ ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান করে তারা। তবে এ হামলার ব্যাপারে এখনো কোনও মন্তব্য করেনি আইডিএফ। এর আগে, গত মঙ্গলবার একই এলাকায় হামলায় প্রাণ হারান ৬ সিরীয় সেনা।
বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করে।
উল্লেখ্য, কিসওয়ার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সৈন্য নিহত হওয়ার একদিন পর, অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সরকার ইসরায়েলের অঞ্চলটিতে নিয়ন্ত্রণ সম্প্রসারণ চেষ্টার অভিযোগ করে। আর এরপরই এই অভিযান পরিচালনা করে ইসরায়েল।