অর্থনীতি ডেস্ক: আর্থিক ব্যাবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা ফিরেছে। তবে এটা পলিসির কারণে আসেনি। দুর্বৃত্তরা ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ায় ব্যাংকিং খাতে লুটপাট কমেছে। শনিবার (৩০ আগস্ট) অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত ‘মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তব্য’ এ এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। জানান, রাজনৈতিক সংস্কার গুরুত্ব পেলেও অর্থনৈতিক সংস্কার প্রাধান্য পাচ্ছে না।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. জাহিদ হোসেন বলেন, ট্রাম্প ট্যারিফকে প্রথমে মহাবিপদ মনে হলেও, এখন এটা বড় সুযোগ বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারীত্ব বাড়বে।
বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেকেএই লিড ইকোনমিস্টের মতে, ২০২৪ এর তুলনায় ২০২৫ এ অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক। রফতানি ও রেমিট্যান্সে উন্নতি তথ্য উপাত্তে পাওয়া যাচ্ছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে বেশ অবনতি ঘটেছে। কর্মসংস্থানও তেমন হচ্ছে না। বেড়েছে হতদরিদ্রও।
পিপিআরসির জরিপের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, টাকা না দিলে কিছুই হয় না এমন কথা বলেছেন ৭৫ শতাংশ মানুষ।
Array