• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ক্যাম্পাসে নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে আন্দোলনে চবি শিক্ষার্থীরা 

     dweepojnews 
    31st Aug 2025 6:21 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক : স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর ক্যাম্পাসের নিরাপত্তাসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

    একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহিয়া আখতারে ও প্রক্টর শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানাতে যান। এ সময় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তারা।

    শিক্ষার্থীদের দাবিগুলো হলো, রেলক্রসিং ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে তল্লাশি চৌকি, গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, দোষীদের আইনের আওতায় আনা ও ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত করা।

    এর আগে, গতকাল শনিবার মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অর্ধশতাধিক আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১