dweepojnews
31st Aug 2025 6:21 pm | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক : স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর ক্যাম্পাসের নিরাপত্তাসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহিয়া আখতারে ও প্রক্টর শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানাতে যান। এ সময় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, রেলক্রসিং ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে তল্লাশি চৌকি, গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, দোষীদের আইনের আওতায় আনা ও ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত করা।
এর আগে, গতকাল শনিবার মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অর্ধশতাধিক আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।
Array