• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৫.২ মাত্রার ভূমিকম্পে আবারও কাঁপল আফগানিস্তান 

     dweepojnews 
    02nd Sep 2025 7:59 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে মঙ্গলবার ৫.২ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। একই এলাকায় রবিবার রাতে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানায় এখন পর্যন্ত অন্তত এক হাজার ৪০০ জন নিহত হয়েছে।

    ইউএসজিএসের তথ্য অনুসারে, ৫.২ মাত্রার মঙ্গলবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটি রাত ১২টা ২৯ মিনিটে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় উৎপত্তি হয়েছে।

    ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ ভূমিকম্পের মাত্রা ৫.৪ গণনা করে জানিয়েছে এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে।

    কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র ইহসানউল্লাহ ইহসান এএফপিকে বলেন, ‘প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাতেই ভূমিকম্পটি অনুভূত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এই ধরনের আফটারশক বা পরাঘাতগুলো নিয়মিত হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    ৬ মাত্রার এ ভূমিকম্প পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত দুর্গম পাহাড়ি প্রদেশগুলোতে রবিবার গভীর রাতে তাণ্ডব চালায়। এর পর থেকে হতাহতে সংখ্যা বেড়েই চলেছে। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক্সে জানিয়েছেন, শুধু কুনার প্রদেশেই এক হাজার ৪১১ জন নিহত ও তিন হাজার ১২৪ জন আহত হয়েছে। পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে আরো এক ডজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

    আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইন্দ্রিকা রাতওয়াত্তে বলেন, এই ভূমিকম্পে ‘লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে’। কুনারে এখনো ভেঙে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ চলছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান জানিয়েছেন, জরুরি উদ্ধার অভিযান সারা রাত অব্যাহত ছিল এবং দূরবর্তী গ্রামগুলোতে এখনো অনেক আহত মানুষ চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার অপেক্ষায় আছে। গ্রামবাসী খালি হাতেই কাদামাটি ও পাথরের তৈরি ধসে যাওয়া ঘরবাড়ি সরাচ্ছে ও উদ্ধার কাজ চালাচ্ছে।

    সূত্র : এএফপি/আলজাজিরা

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১