• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • উপদেষ্টা পরিষদে তিনটি নীতিমালার খসড়া অনুমোদন 

     dweepojnews 
    04th Sep 2025 7:51 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ বিভাগের ৪১তম সভায় তিনটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে। এই সভায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। প্রেস উইং ও তথ্য বিবরণী থেকে জানা গেছে, খসড়া নীতিমালা তিনটি বিভাগে প্রযোজ্য।

    বিদ্যুৎ বিভাগের খসড়া নীতিমালা ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’ অনুমোদন পেয়েছে। এটি বেসরকারি খাতকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে নীতিমূলক নির্দেশনা দেবে।

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের খসড়া নীতিমালা ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ও অনুমোদন পেয়েছে। এই নীতিমালা দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং লাইসেন্স প্রদান প্রক্রিয়ার মানসম্মত রূপায়ণে সহায়ক হবে।

    আইন ও বিচার বিভাগের খসড়া নীতিমালা ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের যথাযথ সংস্কার ও সম্প্রসারণ সম্ভব হবে।

    এই তিনটি খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদনের আগে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সম্পন্ন করবে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১