• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে দু’দিনে পাঁচজনের মৃত্যু 

     dweepojnews 
    06th Sep 2025 1:08 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক:  মুন্সিগঞ্জে মদ্যপানের কারণে দুই দিনে পাঁচজনের মৃত্যু ও অসুস্থ হয়ে আরও দুই জন হাসপাতালে ভর্তি ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

    নিহতরা বহলেন- কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের বাচ্চু বেপারী (৬৫) একই ওয়ার্ডের আবুল মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সী (৭০), রহমতুল্লাহ (৬৫), সদর উপজেলার নুরপুকুরপাড় এলাকার আমির হোসেন(৬০) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)।

    স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার আলামিনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে একসাথে বসে নেশাজাতীয় পানি পান করে ভুক্তভোগীরা। যা মূলত ঘোড়া এবং গরুর খুড়ে ঘা হলে ওই ঘায়ে ব্যবহার করা হয়। এরপরই তারা অসুস্থ হয়ে পরে। একে একে মৃত্যুবরণ করে পাঁচজন।

    মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎস মাসুদুর রহমান বলেন, শুক্রবার রাত ৮টার দিকে একজন রোগি এসেছিলো। বৃহস্পতিবার রাতে তারা কিছু পানীয় খেয়ে অসুস্থ হয়েছিলো বলে জানিয়েছে। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

    টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, টঙ্গিবাড়ীতে তিনজন ও সদরে দু’জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।

     

    সূত্র: যমুনা টিভি।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১