• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ছাড়াল 

     dweepojnews 
    08th Sep 2025 5:00 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের টানা বোমাবর্ষণ, হামলা ও অবরোধে গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রোববার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৬৮ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন। শুধু গত ২৪ ঘণ্টাতেই হাসপাতালে পৌঁছেছে ৮৭ জনের মরদেহ এবং চিকিৎসা নিয়েছেন আরও ৪০৯ জন।

    স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও বহু হতাহত ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন। অবরোধের কারণে উদ্ধারকর্মীরা সবার কাছে পৌঁছাতে পারছেন না। গাজা সিটির আল-শিফা হাসপাতালের মর্গে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪৫ জনকে শেষ বিদায় জানাতে স্বজনরা ভিড় করেছেন।

    মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণহানি আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন অন্তত ১৩২ জন। চলতি বছরের ২৭ মে থেকে এই পর্যন্ত খাদ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪১৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন।

    অবরোধ ও দুর্ভিক্ষ পরিস্থিতিও ভয়াবহ রূপ নিয়েছে। শুধু গত একদিনেই অনাহার ও অপুষ্টিজনিত কারণে মারা গেছেন পাঁচজন, যার মধ্যে শিশুও রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অনাহারজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে, এদের মধ্যে ১৩৮ জন শিশু। আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকিশেন (আইপিসি) ইতোমধ্যেই গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য গাজার দেইর আল-বালাহ এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।

    এদিকে, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় বড় আকারের হামলা শুরু করার পর অতিরিক্ত ১১ হাজার ৯১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫০ হাজারের বেশি। এতে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে গেছে।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে ইতোমধ্যে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক আদালতে (আইসিজে)।

    সূত্র: আনাদোলু, মিডলইস্ট মনিটর

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১