• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আন্তর্জাতিক ইসলামি বইমেলার পর্দা উঠছে আজ 

     dweepojnews 
    13th Sep 2025 6:26 pm  |  অনলাইন সংস্করণ

    ধর্ম ও জীবন ডেস্ক: মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ড. উমর ফাহমীসহ পাকিস্তান, মিশর ও লেবাননের প্রকাশক ও অতিথিরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

    আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে প্রায় দেড় শতাধিক প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। এর মধ্যে মিসর, লেবানন ও পাকিস্তান থেকে অন্তত পাঁচটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান যোগ দিচ্ছে। বিদেশি প্রকাশকদের অংশগ্রহণে মেলায় আন্তর্জাতিক আবহ আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

    প্রথমবারের মতো বাইতুল মোকাররমের পূর্ব গেইট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত পরিসরে মেলা বসছে। এখানে থাকছে প্রায় ১৪০টির বেশি স্টল, যেগুলোতে কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে।

    প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

    শিশুদের জন্য আলাদা চত্বর, লিটল ম্যাগাজিন কর্ণার, মিডিয়া কর্ণার, লেখক কর্ণার, চা-কফি ও ফুড কর্ণারসহ দর্শনার্থীদের জন্য নানা আয়োজন থাকছে। এছাড়া বিশাল মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হবে বই মোড়ক উন্মোচন, আলোচনা, লেখক-পাঠক সাক্ষাৎ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    বাংলাদেশে ইসলামি বইমেলার সূচনা নব্বইয়ের দশকের শেষ দিকে হলেও বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় ইসলামি গ্রন্থমেলায় রূপ নিয়েছে। এ বছর বিদেশি অতিথিদের সরাসরি অংশগ্রহণ মেলাটিকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১