• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের তৎপরতা নিয়ে উদ্বেগ গণ অধিকার পরিষদের 

     dweepojnews 
    14th Sep 2025 3:40 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে যমুনা ও সচিবালয় ঘেরাও কর্মসূচি চালানো হবে।

    রাশেদ খান অভিযোগ করেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। “এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকা সত্ত্বেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্দিহান যে, তাদের গ্রেপ্তার করা হবে কি-না,” তিনি বলেন। এছাড়া তিনি হামলাকারীদের আইনের আওতায় আনার ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি তুলেছেন।

    সংবাদ সম্মেলনে দলটির নেতারা আরও জানিয়েছেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে। তারা অভিযোগ করেছেন, সরকারের ঘোষণার পরও নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি বরং তালবাহানা করা হচ্ছে। প্রয়োজনে দলের পক্ষ থেকে এবং পরিবারের উদ্যোগে নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে বলেও জানান তারা।

    নুরুল হক নুরের ওপর এই হামলার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার একটি দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে। স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকা নুরের নিরাপত্তা ও দ্রুত আইনি প্রক্রিয়া গ্রহণ সরকারের ওপর চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১