• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ 

     dweepojnews 
    15th Sep 2025 7:43 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ আবারও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এপর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৫৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৭ জনে।

    রোগীদের বিভাগভিত্তিক বণ্টন অনুযায়ী বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন ১৩১ জন, চট্টগ্রামে ৯২ জন, ঢাকা বিভাগের বাইরে ১৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭ জন। এছাড়া খুলনা বিভাগের বাইরে ২৯ জন, ময়মনসিংহে ছয়জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে সাতজন এবং সিলেটে চারজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত একদিনে সারা দেশে ৫০২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন। এছাড়া রোগীদের মধ্যে ৬০ দশমিক দুই শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক আট শতাংশ নারী।

    বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু এখন সারা বছরই দেখা দিচ্ছে। বৃষ্টির শুরু হলে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মশা নিবারণ, সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ২০২৩ সালে দেশে ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১