অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি মন্দিরে পৌঁছান এবং সেখানে আয়োজিত এক সভায় যোগ দেন।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় উৎসবগুলো সামাজিক সম্প্রীতি ও মিলনের বন্ধনকে শক্তিশালী করে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে উল্লেখ করেন, পূজার সময় সামনাসামনি দেখা ও কথা বলার সুযোগ বছরে একবার আসে, যা পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতারা সাক্ষাৎ করেন এবং পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। বৈঠকে নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর সারাদেশে এক হাজারেরও বেশি পূজামণ্ডপ বৃদ্ধি পেয়েছে এবং সর্বত্র পূজার প্রস্তুতি পুরোদমে চলছে।
এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব ঘিরে দেশের শিক্ষার্থীরা এবার টানা ১২ দিনের ছুটি পেতে পারে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত এ ছুটি চলবে। ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের জন্য ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা কার্যত ১২ দিনের বিরতি উপভোগ করবে।
অন্যদিকে সরকারি অফিসগুলোতেও দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটির সম্ভাবনা রয়েছে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটি, তার পর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরাও দীর্ঘ ছুটির সুযোগ পাবেন।
ধর্মীয় ও সাংস্কৃতিক এই বৃহৎ উৎসবকে ঘিরে রাজধানীসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Array