• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে বিক্ষোভের সময় পরিবর্তন করল জামায়াত 

     dweepojnews 
    16th Sep 2025 3:15 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির সময়সূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, পূর্বঘোষিত ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে পালন করা হবে। এতে পরীক্ষার পরিবেশে কোনো ব্যাঘাত ঘটবে না।

    জামায়াত জানায়, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। ওই কর্মসূচি ছিল ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর। তবে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় সময় পরিবর্তন করা হয়েছে।

    ঘোষণায় আরও বলা হয়, দেশের সব শাখাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনোভাবেই বিক্ষোভ হবে না। কর্মসূচি কেবল বিকেলে অনুষ্ঠিত হবে।

    পোস্টে পরীক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, তারা যেন মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, সেই কামনা করা হচ্ছে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১