বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নতুন জীবন শুরু করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তানজিম তৈয়ব নামের এক ব্যাংকারের সঙ্গে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে।
ফারিয়া জানান, একেবারেই হঠাৎ সিদ্ধান্তে সীমিত পরিসরে আয়োজন করা হয় তাদের বিয়ে। আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত অতিথিদের বাদাম ও খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়।
অভিনেত্রীর নতুন জীবনসঙ্গী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
শবনম ফারিয়া নিজের বিয়ের অনুভূতি জানাতে গিয়ে বলেন,
“বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিয়ে বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।”
তিনি আরও জানান, হঠাৎ আয়োজনের কারণে তার একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তবে ফারিয়ার পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠান করার।
বিয়ের পর ফারিয়া ও তার স্বামীর কিছু ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অফ হোয়াইট পোশাকে ফারিয়া ছিলেন আভিজাত্যপূর্ণ সাজে, আর স্বামী পরেছিলেন একই রঙের পাঞ্জাবি-পাজামা ও কোট। দু’জনের হাতেই ছিল বাগদানের আঙটি।
শবনম ফারিয়ার শোবিজ যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। পরে একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বড় পর্দায় অভিষেক হয় অনম বিশ্বাসের পরিচালনায় ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে।
এর আগে ২০১৮ সালে তিনি বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। তবে দেড় বছরের মধ্যে তাদের সংসার ভেঙে যায়। এবার নতুন করে জীবন শুরু করলেন এই অভিনেত্রী।
Array